Vidmate দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড দেওয়ার সমস্যার সমাধান।
আজকের পোষ্টের বিষয় হলো আমরা কিছুদিন যাবৎ ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেগুলো তে ভিডিও ডাউনলোড করতে গেলে লিংক এনক্রিপটেড দেখাচ্ছে তো এটার সমস্যার সমাধান করব।

কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন আগের মতই। আমাদেরকে ডাউনলোড করার জন্য পেজ শো করছে না। বারবার গুগোল ভেরিফাই চাচ্ছে। তাহলে এটাই একমাত্র সমাধান।
যে অ্যাপ্লিকেশনগুলোতে এই সমস্যা দিচ্ছে :-
- Vidmate
- Tubemate
- Snaptube
সম্প্রতি এ রকম সমস্যার কারণ হলো গুগল নতুন প্রাইভেসি পলিসি যোগ করেছে তাই এখন, কোনরকম তথ্য বা অ্যাকাউন্ট ছাড়া কোন ভিডিও ডাউনলোড করতে দেওয়া
হবে না। কারণ এটা তাদের প্রাইভেসির আওতায় পড়ে না।
যদিও অ্যাপ্লিকেশনগুলোতে নতুন ভার্সনে ভিডিও সার্চ এবং ভিডিও তে ক্লিক করলে ভিডিও লোগো আসে কিন্তু প্লে করে না বা ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড এর কোন কোয়ালিটি প্রর্দশন করে না।
এর সমাধান করতে হলে আপনাকে, আপনার গুগোল অ্যাকাউন্ট লগইন করতে হবে তাহলেই সব কিছু আগের মত ঠিক হয়ে যাবে এবং সব কিছু ডাউনলোড করতে পারবেন।
আপনি প্রথমে Videmate অথবা Tubemate ওপেন করুন এবং সার্চ বারে Youtube.com লিখে Go দিন।
তার পর আপননার Ymail এবং Password দিয়ে Google account লগইন করুন।
আবার প্রথমে সার্চ বাড়ে Youtube.com লিখে Go দিন এবং আপনি যে ভিডিও বা অডিও ডাউনলোড করতে চান তা লিখে সার্চ করুন।