অনলাইন ইনকাম
Gender কাকে বলে? Gender কত প্রকার ও কি কি?

যে শব্দ দ্বারা Noun বা pronoun-এর পুরুষ, স্ত্রী বা এদের কোনোটিই নয় বা অচেতন পদার্থ (ক্লিব) ইত্যাদি বোঝায় তাকে Gender বলে ।
ইংরেজিতে Gender চার প্রকার যথা:
- Masculine (পুং লিঙ্গ)
- Feminine (স্ত্রী লিঙ্গ)
- Common (উভয় লিঙ্গ)
- Neuter (ক্লীব লিঙ্গ)
1: Masculine (পুরুষ বাচক) Gender:
যে Noun বা Pronoun ধারা পুরুষ জাতি বোঝায় তাকে Masculine Gender বলে ।
- যেমন: Boy, Father, brother, dog, lion, he ইত্যাদি ।
2: Feminine (স্ত্রী বাচক) Gender:
যে Noun বা Pronoun ধারা স্ত্রী জাতি বোঝায় তাকে Feminine Gender বলে ।
- যেমন: Girl, Mother, Sister, lioness, She ইত্যাদি ।
3: Common (উভয়) Gender:
যে Noun বা Pronoun ধারা স্ত্রী, পুরুষ উভয়কে বোঝায় তাকে Common Gender বলে ।
- যেমন: Child, Friend, Person, Student, They ইত্যাদি ।
4: Neuter (ক্লিব) Gender:
যে Noun বা Pronoun ধারা স্ত্রী, পুরুষ কোন টিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে Neuter Gender বলে ।
- যেমন: Chair, Table, Bench ইত্যাদি ।
If you have any kind of questions? You can ask the comment box. We must try to answer your question. Thanks.