Preposition এর ব্যবহার: Use of preposition

Preposition এর ব্যবহার
Preposition- এর ব্যবহার ইংরেজিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ইংরেজি লেখা বা বলার জন্য Preposition-এর সঠিক ব্যবহার জানা অতীব প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের Appropriate Preposition এবং The use of preposition মনোযোগ দিয়ে পড়তে হবে। শিক্ষার্থীদের Preposition এর ব্যবহার ভালোভাবে বোঝার ও সঠিকভাবে Preposition এর ব্যবহার করতে পারার জন্য Preposition ব্যবহার করার নিয়ম আলোচনা করা হলো:
1: Since, for: কোন নির্দিষ্ট মুহূর্ত থেকে ঘণ্টা তারিখ সাল মাস ইত্যাদি কোন কাজ চলছে বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: He has been ill since the 10th of January. He has been living in dhaka since 1995. কোন নির্দিষ্ট দিন/বার বুঝাতে Since ব্যবহৃত হয়।
- যেমন: He has been ill Friday last. কোন নির্দিষ্ট মুহূর্ত না বুঝিয়ে যদি সময়ের মোট পরিমাণ বোঝায় তাহলে for ব্যবহৃত হয়। যেমন:
- I have reading for two hours.
2: in, into: স্থিতি বা গতিশীলতা বোঝাতে in ব্যবহৃত হয়। অর্থাৎ কোন স্থানের মধ্যে অবস্থিত বোঝাতে in ব্যবহৃত হয়।
- যেমন: সে ঘর আছে পক্ষান্তরে ভিতরে করেছে এমন বুঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: He is in home. He went into the room (সে ঘরের ভেতরে গেল।)
3: Beside, Besides: পাশে বোঝাতে beside এবং অধিকন্তু (বা আরো, এছাড়াও) বোঝাতে besides বসে।
- যেমন: Sayma sat beside me. besides this, moin gave me many things.
4: On, in, at: তারিখ /বার এর পূর্বে on বসে। কিন্তু মাস/বছর এর পূর্বে in বসে। আবার নির্দিষ্ট সময়-এর পূর্বে at বসে।
- যেমন: He come at 5pm. on Saturday in January, 2010.
5: In, at: in বড় স্থান/সময় এর পূর্বে বসে। at ছোট স্থান/সময় এর পূর্বে বসে। যেমন:
- => He lives at shantinagar in dhaka. শান্তিনগর, ঢাকার অন্তর্গত ছোট একটি জায়গা। এজন্য শান্তি নগর এর পূর্বে at এবং ঢাকার পূর্বে in বসেছে।
- => He gets up at 5am in the morning. 5am হলো সকাল বা morning এর একটি অংশ সুতরাং at 5am:, in the morning – এভাবে ব্যবহৃত হবে।
6: in, within: সময়ের শেষ হওয়ার আগে এবং in সময়ের মধ্যে হলে within ব্যবহৃত হয়। যেমন:
- He will come in a week (সপ্তাহের শেষ মুহূর্তে).
- He will come within a week (সপ্তাহের মধ্যে যে কোন সময়ে)
7: In, by, before: ভবিষ্যৎ কাজের ব্যাপক সময় বোঝাতে in এবং নির্দিষ্ট মুহূর্তের পূর্বে বোঝাতে by বা before ব্যবহৃত হয়।
- যেমন: I shall come back in a week. কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ….. সপ্তম ইত্যাদি দিনের (নির্দিষ্ট অর্থে) আগে কাজটি ঘটবে এরূপ বোঝালে by বা Before ব্যবহৃত হয়।
- যেমন: I shall come back by/before the seventh of this month. (আমি এই মাসের 7 তারিখের আগে ফিরে আসব)
8: By, with: যার দ্বারা কাজ সংঘটিত হয় তার নামের আগে by এবং যে যন্ত্র বা উপকরণ ধারা কাজটি করা হয় তার নামের আগে with বসে। যেমন :
- =>The snake was killed by the boy with a stick.
- =>She has done it with a niddle.
- =>The tiger was killed by him.
9: Between, among দুইয়ের মধ্যে কোন কাজ ঘটছে এমন বুঝাতে between ব্যবহৃত হয়।
- যেমন: distribute the fruits between Rahim and Karim (or the two men) কিন্তু দুই এর অধিক ব্যক্তি বা বস্তু বুঝালে among ব্যবহৃত হয়।
- যেমন: distribute the fruits among the four brothers (or Rahim, Karim, Shahbu, and Titu).
10: In, on, too: সীমানার মধ্যে বোঝাতে in, সীমানার উপর হলে on, এবং সীমানার বাইরে বোঝাতে to ব্যবহৃত হয়। যেমন:
- =>Sadarghat is in the south of Dhaka.
- =>Dhaka stands on the river Buriganga.
- =>Gazipur is to the north of Dhaka city.
11: After, in অতীতের ব্যাপক সময় বোঝাতে after এবং ভবিষ্যতের ব্যাপক সময় বোঝাতে in ব্যবহৃত হয়।
- যেমন: He returned to the country after 7 years. Sharmin will come back in a month.
12: On, over, above: সংস্পর্শ করে উপরে বোঝালে on বসে। কিন্তু স্পর্শ না করে অর্থাৎ দুটি জিনিসের মধ্যে ফাঁকা থেকে উপরে বোঝালে over বসে। অনেক উপরে বোঝালে above বসে।
- যেমন: The books are on the table. The roof is over our head. The sky is above our head.
বাংলায় বিভক্তি ও ইংরেজিতে Preposition এর সম্পর্কে শিখে সহজেই Preposition এর ব্যবহার আয়ত্ত করা যায় যেমন:
- য়, এ, তে => in
- উপরে => on, over, up, above
- র, এর => of
- নিচে => under, below, beneath
- দারা, দিয়া => by, with
- পাশে => by, beside
- কে, রে, দিকে => to, toward
- পূর্বে => before
- জন্য, নিমিত্ত => for
- পরে => after